নালিতাবাড়ী (শেরপুর) : শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে নালিতাবাড়ীতে আরও ৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এরা হলেন- শহরতলী কাপাশিয়া গ্রামের মুক্তার হোসেন ও আড়াইআনী বাজারের বাসিন্দা একই বাড়ির দুই নারী।
এ নিয়ে ১৫ এপ্রিল থেকে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত নালিতাবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫০ জনে। এরমধ্যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ঘোষিত সুস্থ হয়েছেন ২১ জন, চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন এবং মারা গেছেন ১জন। তবে স্বাস্থ্য বিভাগের নমুনার বাইরে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যুর ঘটনা রয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ২৫ জন বলে জানা গেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আড়াইআনী বাজার তথা আশপাশের এলাকায় প্রতি দশজনের নমুনা থেকে প্রায় ৮ জনের করোনা পজেটিভ আসতে শুরু করেছে। এদিক থেকে উপজেলার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে আড়াইআনী ও আশপাশের মহল্লায়। আর দ্বিতীয় ধাপে রয়েছে ছিটপাড়া মহল্লা। এছাড়াও শহরের প্রতিটি মহল্লাতেই ইতিমধ্যেই একাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। সবদিক মিলিয়ে নালিতাবাড়ী শহরে রেড জোন অবস্থা বিরাজ করছে। শহরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ জন। তবে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে শহরকে রেড জোন ঘোষণা না করা এবং স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি না করায় ও সবকিছু সীমিত করতে কঠোর না হওয়ায় অনেকেই অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করেছেন।