কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিম প্যাদা (৩৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের তার নিজ বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মহিপুর থানার এসআই মো: মনির হোসেন জানান, ইব্রাহিম প্যাদা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ