স্পোর্টস ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ভড়কে দিয়েছিলো শেফিল্ড ইউনাইটেড। একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে তারা। যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর দ্বারপ্রান্তে, তখন দানি সেবালোস গোল করে সেমিফাইনালে তোলেন আর্সেনালকে। শেষ চারে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে গার্নার্সরা।
ব্রামোল লেনে বাংলাদেশ সময় রোববার রাতে ২৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন নিকোলাস পেপে। এটি ছিলো চলতি মৌসুমে তার অষ্টম গোল। পেপের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বিরতির পর ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে আর্সেনাল। ৮৭ মিনিটে শেফিল্ডের ডেভিড ম্যাকগোল্ডরিক গোল করে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে ঠিক তখন (৯০+১) পাল্টা আক্রমণে গোল করেন দানি সেবালোস। তাকে গোলে সহায়তা করেন হেন্ডারসন। তাতে নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। নিশ্চিত হয় সেমিফাইনাল।
ম্যাচ শেষে আর্সেনালের জার্মান সেন্টার ব্যাক শোধরান মুস্তাফি বলেছেন, ‘আজ আমরা হাল ছাড়িনি। এমনকি ৮৭ মিনিটে গোল হজম করার পরও না। ওই গোলটি হওয়ার পর আমরা অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। আমরা শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম। দিনশেষে আমরা পুরস্কৃত হয়েছি।’