1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

কুয়াকাটায় মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় মাইটভাংগা স্লুইচ গেটে জাল পাতাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
গতকাল শনিবার দুপুরের পর বাক-বিতন্ডার একপর্যায়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে আহতরা হলেন- আলতাফ হাওলাদার (৫৫), অপু গাজী (২৬), ইমন (২২), ওহাব গাজী (৪১), শামিম খান (৩৪), ফরিদ (২৬), নেছার (১৯), হাসান (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মামা আলতাফ হাওলাদার ও ভাগ্নে মোশারেফ অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট দখল করে মাছ ধরতো। সম্প্রতি আলতাফ হাওলাদারকে উৎখাত করে অপু গাজী স্লইচ গেটে জাল পেতে মাছ ধরে। শনিবার দিনে কে বা কারা অপু গাজীর জাল কেটে দেয়ায় আলতাফ হাওলাদার ও তার ছেলেদের দায়ী করে গালিগালাজ করে। পরবর্তীতে আলতাফ হাওলাদারের ছেলে নেছার পানি আনতে গেলে তাকে মারধর করে অপু গাজী। এ নিয়ে আকষ্মিক উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই গ্রুপের ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য অপু গাজী ও ফরিদকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে প্রতিপক্ষের নেছার ও হাসানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আহতদের পারিবারিক সূত্র জানিয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্র্ষের ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হব।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com