হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে হাবিবুর রহমান (৪০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। নিহত হাবিবুর রহমান স্বদেশী ইউনিয়নের মৃত মজিবুর রহমানের পুত্র।
জানা যায়, সোমবার (২৯ জুন) সকালে চেয়ারম্যান শফিকুর রহমানের নাগলা ফিশারিজে একটি গরু বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়লে গরুটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে স্থানীয় যুবক হাবিবুর রহমান। এসময় হাবিবুর হাত দিয়ে বিদ্যুতের তার সড়ানোর চেষ্টা করলে তৎক্ষণিক সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটিও মারা যায়।
– মুহা: মাসুদ রানা