হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেটোত্তর সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় করোনা পরিস্থিতির মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট্ট পরিসরে হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা করা হয়। হালুয়াঘাট পৌর কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মকবুল হোসেন, মনিরুজ্জামান স্বাধীন, আকলিমা খাতুন, পৌরসভার হিসাব রক্ষক (অতি দায়িত্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক হাতেম আলী, সাইফ জামান, শাহ আলম, আব্দুর রাজ্জাক, দেওয়ান নাঈমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এ সময় পৌর মেয়র ২০২০-২১ অর্থ বছরের বাজেটে আয় ২১ কোটি ৩৫ লক্ষ ৯ হাজার ১৮২ টাকা আয় ও ২০ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় এবং ৮৩ লক্ষ ৯ হাজার ১৮২ টাকা স্থিতি রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। উক্ত বাজেট অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ আব্দুল ওয়াদুদ।
– মুহাঃ মাসুদ রানা