কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ বিপ্লব শীল (৩২) ও নাসির মোল্লা (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মৎস্যবন্দর মহিপুরের আলীপুর থ্রী-পয়েন্ট থেকে মহিপুর থানা পুলিশ এদেরকে আটক করে। আটককৃত দুই যুবকের বাড়ি মহিপুর থানা সদর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ