শেরপুর : শেরপুরে ট্রাক চাপায় কালু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) বিকালে সদর উপজেলার হাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু মিয়া ওই এলাকার মৃত দুলাল হাজীর ছেলে।
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কালু মিয়া কৃষি কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে আসছিল। এ সময় ওই রাস্তা দিয়ে একটি দ্রুতগামী ট্রাক কালু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।