নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরতে গিয়ে হামিদুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে হামিদুল ও একই গ্রামের দশ বছর বয়সী অপর কিশোর জীবন মিয়ার সাথে বাড়ির পাশে থাকা খেতে মাছ ধরতে যায়। এসময় গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় হামিদুল। আহত হয় সঙ্গে থাকা জীবন।