ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয়রা মিলে জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেন।
জানা গেছে, ঘাগড়া কামারপাড়ার এলাকার দুই কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই এসব খানাখন্দ কাদাপানিতে একাকার হয়ে যায়। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন প্রায় ৫শ পরিবারের মানুষ। কিন্তু দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন না স্থানীয় জনপ্রতিনিধিগণ। গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার যোগাযোগ করেও এর সুরাহা পাননি। এমতাবস্থায় নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এসেছেন এবার। নেমে পড়েন রাস্তা সংস্কারের কাজে।
ঘাগড়া কামারপাড়া গ্রামের আল মামুন (মামুন স্যার), মোস্তাফিজুর রহমান ফিজু, গোলাম মোস্তফা, সানাউল হক সানা, মোক্তার হোসেন ভুট্টুসহ কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ রাস্তা সংস্কার করা হয়। ঘাগড়া মোস্তফার দোকান হতে আঃ আওয়ালের দোকান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা তারা সংস্কার করেন।
– মোহাম্মদ দুদু মল্লিক