মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক নামে এক মৎস চাষীর পুকুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
ক্ষতিগ্রস্থ মৎসচাষী আবু বক্কর সিদ্দিক জানান, তিনি দীর্ঘদিন ধরে তার মাছের খামারে মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে শুক্রবার ভেসে উঠে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।
তিনি আরও জানান, তার পুকুরেত গুলশা, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল ও গ্রাসকাপসহ বিভিন্ন জাতের মাছ ছিল। বিষ প্রয়োগে তার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস চাষী।
শুক্রবার সকালে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন পুকুরটি পরিদর্শন করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে।