নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পর্যটন কেন্দ্র মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে ৩৮ পিস ইয়াবাসহ রুবেল (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ইকোপার্ক এলাকায় অন্য একটি মামলায় আসামী গ্রেফতারে গেলে গোপন সূত্রে জানা যায় যে, পশ্চিম সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রুবেল গোপনে ইয়াবার ব্যবসা করে। বিষয়টি জানার পর রুবেলের খোঁজ নিয়ে অনুসরণ করলে সন্ধ্যায় তাকে মধুটিলা ইকোপার্কের গেইট এলাকায় পাওয়া যায়। এসময় তার দেহ তল্লাশি করে সাথে থাকা ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।