
মনিরুল ইসলাম মনির : শেরপুরের গারো পাহাড়ের জীববৈচিত্র রক্ষায় বন্যপ্রাণীর বাসস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘খাদ্যবাগান’ প্রকল্প হাতে নিয়েছে ময়মনসিংহ বন বিভাগ। বরাদ্দের পরিমাণ প্রকাশে অনাগ্রহ প্রকাশ করলেও ইতিমধ্যেই জেলার তিনটি রেঞ্জে ২৬০ হেক্টর বনভূমিতে রোপন করা হয়েছে প্রায় ৬০ প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা। এতে করে পাহাড়ে প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে। তবে এ ‘খাদ্যবাগান’ তৈরির অন্যতম লক্ষ্য হচ্ছে, লোকালয়ে খাদ্যের সন্ধানে আসা বন্যহাতির উপদ্রব কমিয়ে আনা। যদিও শতাধিক বন্যহাতির জন্য ২৬০ হেক্টর ‘খাদ্যবাগান’ যথেষ্ট নয় বলে দাবী পরিবেশবাদী সংগঠনের। অন্যদিকে বরাদ্দ প্রকাশ না করায় প্রকল্প বাস্তবায়নের নামে আর্থিক অনিয়ম হচ্ছে কি না- এমন প্রশ্নও ছুঁড়েছেন অনেকে।
বন বিভাগ সূত্র জানায়, ময়মনসিংহ বন বিভাগের আওতায় শেরপুর জেলার সীমান্তবর্তী তিন উপজেলা নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবরদী ও সংলগ্ন জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নিয়ে বন বিভাগের মোট তিনটি রেঞ্জ। এসব রেঞ্জের আওতায় মোট ২৬০ হেক্টর পাহাড়ি বনভূমিতে প্রায় ৬০ প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে ‘খাদ্যবাগান’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বালিঝুড়ি রেঞ্জের আওতায় বকশিগঞ্জের ডুমুরতলায় ১০২.৫ হেক্টর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়ে সাড়ে ১২ হেক্টর, খ্রিষ্টানপাড়ায় ৫ হেক্টর ও মালাকুচায় ১৫ হেক্টর, ঝিনাইগাতী উপজেলার বালিজুড়ি রেঞ্জের আওতায় তাওয়াকুচায় ২০ হেক্টর, গজনীতে ২০ হেক্টর ও রাংটিয়ায় ৩০ হেক্টর এবং নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বাতকুচি বিট এলাকায় ৩৫ হেক্টর ও গোপালপুর বিটের পানিহাটায় ২০ হেক্টর জমিতে এসব বাগান গড়ে তোলা হয়। রোপিত গাছের মধ্যে রয়েছে- চাপালিশ, বট, পাকুড়, জলপাই, কামরাঙা, কাজুবাদাম, কাঠবাদাম, কাঁঠাল, বড়ই, করমচা, কলা, বেল, চালতা, আতাফল, বহেড়া, আমলকী, হরিতকী ও বাঁশসহ আরও নানা প্রজাতি।
তথ্যমতে, সীমান্তবর্তী এ অঞ্চলগুলোতে বছরজুড়ে চলে বন্যহাতির তাÐব। শতাধিক বন্যহাতি কয়েকটি দলে ভাগ হয়ে বিচরণ করে এসব এলাকায়। ফলে বোরো ও আমন মৌসুমের ধান ছাড়াও, কাঁঠাল ও অন্যান্য ফল, সামাজিক বন এমনকি সবজি খেত খেয়ে সাবাড় করে, ধ্বংস করে ঘরবাড়ি। বন্যহাতির এ তাÐব থেকে বাঁচতে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে গেলে বাঁধে হাতি ও মানুষের দ্ব›দ্ব। এ দ্ব›েদ্ব প্রতিবছরই বন্যহাতি ও মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হয়। এমতাবস্থায় বন্যহাতির তাÐব থেকে মানুষের জান-মাল রক্ষায় বন্যহাতির বিচরণক্ষেত্র বৃদ্ধি ও খাদ্যের যোগান দিতে নেওয়া হয় ‘খাদ্যবাগান’ প্রকল্প। সর্বপ্রথম ২০১৪-২০১৫ অর্থবছরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা এবং ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচায় ৫০ হেক্টর বনভূমিতে হাতির খাদ্য উপযোগী বাগান গড়ে তোলা হয়। তবে কার্যত ওই বাগান খুব একটা ফলপ্রসূ হয়নি। নতুন করে ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ‘খাদ্যবাগান’ প্রকল্পের কাজ শুরু করে বন বিভাগ। তবে প্রকল্পটির কোথাও প্রকল্পের সাইনবোর্ডে তারা বরাদ্দ উল্লেখ করেনি।
স্থানীয়দের মতে, ‘খাদ্যবাগান’ প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিকে বন্যপ্রাণীর জন্য নিরাপদ খাদ্য ও আবাসস্থল তৈরি হবে। অন্যদিকে বন্যহাতির খাদ্যের যোগান বৃদ্ধি হওয়ায় মানুষ ও হাতির দ্ব›দ্ব অনেকটাই কমে আসবে। তবে শতাধিক বন্যহাতির বিচরণক্ষেত্র ও খাবারের জন্য এতটুকু ‘খাদ্যবাগান’ যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বন্যহাতি ও মানুষের দ্ব›দ্ব নিরসনে তারাও আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছেন।
‘সেভ দ্যা ন্যাচার’ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম মন্ডল জানান, ‘খাদ্যবাগান’ গড়ে তোলায় বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য হবে। প্রাণ ফিরে পাবে প্রকৃতি। তবে শতাধিক বন্যহাতির জন্য এ বাগান যথেষ্ট নয়। এছাড়াও বন বিভাগ তাদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ জনসম্মুখে প্রকাশ না করাও অসঙ্গতি। সরকারের যে কোন কাজের বরাদ্দের পরিমাণ জানা নাগরিকের অধিকার। তাই এ প্রকল্পের বরাদ্দে আর্থিক অসঙ্গতি আছে কি না তা খতিয়ে দেখা দরকার।
বালিজুড়ি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বিভিন্ন ব্যক্তির দখলে থাকা পাহাড়ি বনভূমি উদ্ধার করে রাজারপাহাড়ে সাড়ে বারো হেক্টর জমিতে ‘খাদ্যবাগান’ করা হয়েছে। তিনি বলেন, শুধু বন্যহাতির খাদ্যের জন্য নয়, বরং বন্যহাতির বাসস্থান তৈরি এবং অন্যান্য বন্যপ্রাণীর বাসস্থান ও খাদ্যের জোগান দিতে এসব বাগান গড়ে তোলা হচ্ছে। তবে প্রকল্পের বরাদ্দ জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান জানান, তিনটি রেঞ্জে মোট ২৬০ হেক্টর বনভূমিতে ‘খাদ্যবাগান’ গড়ে তোলার বিষয়টি নিশ্চিত করে জানান, আর্থিক বিষয়গুলো ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) স্যার বলতে পারবেন। এ বিষয়ে তিনি সেখানে যোগাযোগের পরামর্শ দেন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম ‘খাদ্যবাগান’ প্রকল্পের অন্যান্য তথ্য দিলেও বরাদ্দের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, বরাদ্দ বলা যাবে না। টোটাল কতটুকু বাগান করা হয়েছে, কতো প্রজাতির গাছ লাগানো হয়েছে, এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন করেন। একপর্যায়ে তিনি শুধুমাত্র বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানাতে তথ্য অধিকার আইন অনুযায়ী লিখিত আবেদন করতে পরামর্শ দেন।