বান্দরবান : বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে হোসনে আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের ৬নং ওয়ার্ড নিউ গুলশান এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ জুলাই জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানা নিয়ে হোসনে আরা বেগম হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎস সন্দেহ করলে তাকে করোনা ইউনিটে পাঠায়। পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করে ওই দিনই তার নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য। ৩ জুলাই তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এর পর ৪ জুলাই সকাল থেকে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু তার পরিবার চট্টগ্রাম নিতে সম্মত হয়নি। পরে বিকেলে তিনি মারা যান।
এদিকে তার দাফনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়।
বান্দরবান সিভিল সার্জন ডা.অং সুই প্রু বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।বয়স্ক হওয়ায় তার কোমর বিডিটি ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছিল। কিন্তু তার পরিবার নিয়ে যায়নি।
উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ৪০০ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন সুস্থ হয়ে গেছে। মৃত্যু হয়েছে দুইজনের।
– এন এ জাকির