
নরসিংদী : নিজের সন্তানের ভবিষ্যৎ রক্ষায় এক সাহসী মায়ের উদ্যোগে বাল্যবিবাহের আয়োজন শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে। প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বর আসার আগেই বন্ধ করে দেওয়া হয় বিয়ের প্রস্তুতি।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় ঘোড়াঘাট পৌরশহরের দক্ষিণ নয়াপাড়ায় ১৩ বছরের এক কিশোরীর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় উদ্বিগ্ন তার মা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। কনের জন্মনিবন্ধন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে প্রমাণিত হয়, কনের বয়স ১৮ বছরের নিচে। সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মেয়ের বাবাকে সতর্ক করা হয়েছে এবং কিশোরীর পড়াশোনা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ, এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।