
রানা, শ্রীবরদী: শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুলের শাখা উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে শ্রীবরদী শহরের পৌরসভা ভবন সংলগ্ন প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় বেলুন ও ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করেন শাহীন ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাছুদুল আমিন শাহীন। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুহাম্মদ মাছুদুল আমিন শাহীন।
এসময় তিনি বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। একই সাথে তিনি সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, দক্ষ শিক্ষক- শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।
এসময় বক্তব্য রাখেন শাহিন ক্যাডেট স্কুল জামালপুর আঞ্চলিক প্রধান আব্দুল গফুর, সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক মেয়র আবু সাঈদ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মতিন, শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, শ্রীবরদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা,
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এটিএম রায়হান রতন সহ অভিভাবক বৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।