1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাবেক পৌর মেয়র আব্দুল হালিম

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : প্রাণঘাতি করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার দুইবারের সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল হালিম উকিলকে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে তার নিজ বাসভবনের সামনে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাছির আহমেদ বাদল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় মোবাইল ফোনে যুক্ত হয়ে শোক ও সমবেদনা প্রকাশ করেন স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী।
উল্লেখ্য, গতকাল রোববার রাত ১১টা ১০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কুুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নালিতাবাড়ীর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও পরবর্তীতে মেয়র হিসেবে টানা মোট দুইবার সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তিনি প্রথমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি এবং সবশেষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্ষিয়ান এ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে আওয়ামী লীগ একজন অভিভাবক হারালো বলে মনে করছেন অনেকেই। তৃণমূল পর্যন্ত এখনও তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা।
জানাযায় নকলা নালিতাবাড়ীসহ শেরপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হন। তাঁর জানাযায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, নালিতাবাড়ীর রাজনীতির এক অভিভাবকে হারালাম। রাজনীতিতে এ অভাব পূরণ হবার নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com