সা’দ আল জুনাইদ : নালিতাবাড়ীর সোহাগপুর বিধবা পল্লীতে শেরপুর জেলা পুলিশের দ্যোগে বৃক্ষরোপন কর্মসূর্চী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) এ কর্মসূচী উদ্বোধন করেন শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ছাড়াও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচীতে ৫৬টি বিভিন্ন ধরণের ফলজ ও ওষুধী বৃক্ষ রোপন করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূর্চী ও নির্দেশনা অনুযায়ী আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচী বছরব্যাপী চলমান থাকবে।