আন্তর্জাতিক ডেস্ক : কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলেইমানি যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের পর ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন এর ভয়ঙ্কর জবাব পাবে।
শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উপদেষ্টা হেসামুদ্দিন আসিনা এই হুঁশিয়ারি দিয়েছেন।
হেসামুদ্দিন বলেছেন, ওয়াশিংটন কাশেম সুলাইমানিকে হত্যা করে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। তাদেরকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, ‘ট্রাম্প তার জুয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক আঞ্চলিক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। যে বা যারা চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাদের এর ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হয়।’
শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইরানের বিপ্লবী বাহিনীর এলিট ফোর্স আল কুদসের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের শীর্ষ শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদিসহ বেশ কয়েকজন নিহত হয়।
জেনারেল সোলাইমানি ইরানের অত্যন্ত প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন কুদস বাহিনী সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় পরিচালিত হয়।