ঢাকা: জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন দলের কো চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে দলের মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। ফলে জিয়াউদ্দিন বাবলু মহাসচিব হিসাবে সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। এ আদেশ রোববার থেকে কার্যকর হবে বলে যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম রাইজিংবিডিকে জানান।
জিয়াউদ্দিন বাবলু এর আগে দলের মহাসচিব ছিলেন। পরে হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আবার সরিয়ে দেন।
জিয়াউদ্দিন বাবলু এর আগে দলের মহাসচিব ছিলেন। পরে হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আবার সরিয়ে দেন। বাবলু জিএম কাদেরের জামাতাও। সাবেক রাষ্ট্রপতির জীবদ্দশায় বোন মেরিনা রহমানের মেয়ে টুম্পাকে বিয়ে করেন বাবলু। আর তার বিয়ের স্বাক্ষী ছিলেন জিএম কাদের। দীর্ঘদিন পর রংপুরের প্রভাবশালী নেতা মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জামাতাকে দলের মহাসচিব করেন জিএম কাদের।