বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। বিয়ের পর ‘মজিলি’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন তারা। চলতি বছরের ৪ এপ্রিল মুক্তি পায় এটি। বক্স অফিসে সিনেমাটি ভালো সাড়া ফেলেছিল।
গত আগস্ট মাসের মাঝামাঝি সময় টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করে আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন সামান্থা-নাগা চৈতন্য। কিন্তু তা খবরের পাতায়ই আটকে যায়, বাস্তবে রূপ নেয়নি। এদিকে গুঞ্জন উঠেছে, আবারো জুটি বাঁধছেন এই তারকা দম্পতি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, তেলেগু সিনেমার পরিচালক পরশুরাম নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এতে নাগা চৈতন্য অভিনয় করবেন। তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এ খবর আগেই জানা গেছে। এখন পরিচালক সামান্থা আক্কিনেনিকে সিনেমাটিতে নিতে চাচ্ছেন। এতে তারা রোমান্স করবেন বলে একটি সূত্র জানিয়েছে।
১৪ রিলস প্লাসের ব্যানারে নির্মিত হবে এ সিনেমা। খুব শিগগির এ প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে ঘোষণা দিবে। নতুন বছরের মে মাসের দিকে সিনেমাটির শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামে সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় তাদের। তারপর প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা-নাগা।