1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বিনোদন ডেস্ক : অনৈতিকতার অভিযোগ এনে হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। সেই সঙ্গে জানিয়েছেন, শোবিজের নোংরা পরিবেশের আর অংশ থাকতে চান না তিনি।

নেহা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুটি সিনেমা থেকে তাকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে সিনেমা দুটি নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’
পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না উল্লেখ করে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না।
এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’
উল্লেখ্য, ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু করেছিলেন নিদ্রা নেহা। বিজ্ঞাপনে কাজ করার পর তার অভিনয়ে অভিষেক হয় ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর বেশ কিছু নাটক ও সিরিজে দেখা গেছে তাকে। গেল বছরে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com