ঢাকা: রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশের ৪ সদস্যসহ পাঁচজন আহতের ঘটনায় দায়ের করা দুই মামলায় তিন আসামির সাত দিন করে ১৪ দিনের (অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামি রফিকুল ও শহিদুলের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মোশারফের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রাষ্ট্রপক্ষ থেকে রফিকুল ও শহিদুলের জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের সাত দিন করে দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের সোর্সসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে সোর্স রিয়াজের হাতের কব্জি ও আঙুল কেটে ফেলতে হয়েছে।
এ ঘটনার সঙ্গে প্রাথমিক জঙ্গি সম্পৃক্ততা পায়নি পুলিশ।