1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

বান্দরবান : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্যদিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। এ উপলক্ষে রবিবার সকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা বান্দরবানের রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আ¤্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ প্রতিটি বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, চীবরদান গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলনসহ নানা অনুষ্ঠান। সকালে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মদেশনা প্রদান করেন ডক্টর ভদন্ত সুবর্নলঙ্কারা মহাথের। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বোমাং সার্কেল চীফ রাজা উ চ প্রু সাবেক সাংসদ সাচিং প্রু জেরী আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মংসহ বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী দায়ক দায়িকারা।
আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বিদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই তিথিতেই গৌতম বুদ্ধ মাতৃগর্ভে ধারণ, গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর প্রথম তাঁর পঞ্চবর্গিয় শিষ্যকে ধর্মচক্র দেশনা দেন এবং সংযম পালনের ব্রত নিয়ে এই আষাঢ়ী পূর্ণিমা হতে আশ^ীনি পূর্ণিমা তিথি পর্যন্ত তিনমাস বর্ষাবাস শুরু করেছিলেন। আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে আষাঢ়ী পূর্ণিমা হতে আশ^ীনি পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষাবাস পালন করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীগণ। বিকালে বুদ্ধ মুর্তি স্মান, ধর্মদেশনা হাজার প্রদীপ প্রজ্জলন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থণার মধ্যদিয়ে শেষ হবে আষাঢ়ী পুর্ণিমার আয়োজন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!