ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে বজ্রপাতে শিমু আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে উপজেলা জোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জোলগাঁও গ্রামের দিনমজুর ওহাব আলীর কন্যা ও স্থানীয় ফরিদ মামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার বিকেল তিনটার দিকে বৃষ্টির সময় এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এসময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
– দুদু মল্লিক