নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চার্জার অটোবাইক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে মিনহাজ নামে ছয় বছর বয়সী এক শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়াবিল বাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রকুড়া ইউয়িনের ফুলপুর গ্রামের ইদ্রিস আলীর শিশু ছেলে মিনহাজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়ক পার হচ্ছিল। এসময় চারআলী বাজার থেকে নালিতাবাড়ীগামী একটি চার্জার অটো রং সাইডে গিয়ে মিনহাজকে চাপা দেয়। এতে শিশু মিনহাজ ঘটনাস্থলেই প্রাণ হারায়। যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এদিকে অটোচালক পালিয়ে যেতে সক্ষম হলেও অটোবাইকটি আটক করেছে স্থানীয় জনতা।