শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বুধবার (৫ আগস্ট) ভোররাতে ইজ্জত আলী (৩৫) নামে এক মৌসুমী ফল বিক্রেতা নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার নারায়নখোলা বেপারীপাড়া গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই এলাকার সোহাগ মিয়া (২৪), হাসেম আলী (৩৫), মাজু (৩২) ও ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, বুধবার ভোররাত চারটায় মৌসুমী ফল বিক্রেতা ইজ্জত আলীকে সোহাগ মিয়ার ফোন পেয়ে ৫০ হাজার টাকা নিয়ে ফলের চালান আনার জন্য ময়মনসিংহের উদ্যেশে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর মাজু ও হাসেম আহত অবস্থায় ইজ্জত আলীকে বাড়িতে দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইজ্জত আলী মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, রাতে জুয়া খেলার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই মারপিটের কারনেই ইজ্জত আলীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।