রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় সোহান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা এগারোটার দিকে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা এগারোটার দিকে নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে দিয়ে ওই কলেজের নৈশ প্রহরী আনোয়ার হোসেনের শিশুপুত্র সোহান রাস্তা পার হচ্ছিল। এসময় বারমারী বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহান প্রাণ হারায়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী নন্নী-বারমারী সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।