শেরপুর : গত সোমবার থেকে বুধবার দুপুর পর্যন্ত গত তিন দিনে বজ্রপাতে, পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায়, ফাঁসিতে ঝুলে ও প্রতিপক্ষের মারধরে শেরপুর জেলা সদরসহ অন্য চার উপজেলায় ৯ শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলার নকলা উপজেলার নারায়নখোলা বেপারীপাড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ইজ্জত আলী নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছে। একই দিন বেলা এগারোটার দিকে নালিতাবাড়ীর নন্নী উত্তরবন্দ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় নিহত হয়েছে সোহান নামে পাঁচ বছর বয়সী এক শিশু। মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলার পিপুলেশ্বর গ্রামে পানির স্রোতে ভেসে নিখোঁজ সুমাইয়া নামে দশ বছর বয়সী এক শিশুর লাশ স্থানীয় একটি খাল থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। একই দিন দুপুরে শ্রীবরদী উপজেলার চাংপাড়া এলাকার শিশু মোসাফির, নীলক্ষীয়া বাজারের শিশু সিয়াম ও একই এলাকার শিশু জান্নাত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একই দিন বিকেলে শেরপুর সদরের নলবাইদ গ্রামে মুন্নাফ নামে এক কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। একই উপজেলার কুমরী গ্রামে পানিতে ডুবে মারা গেছে মমিন মিয়া নামে সাত বছর বয়সী এক শিশু। বিকেলে ঝিনাইগাতির জোলগাঁও গ্রামে বজ্রপাতে মারা গেছে শিমু আক্তার নামে এক শিশু। সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে ইজিবাইক চাপায় মারা গেছে মিনহাজ নামে ছয় বছর বয়সী অপর এক শিশু। একই দিন দুপুরে ঝিনাইগাতি উপজেলার ভবানিখিলা গ্রামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে হাসেন আলী নামে এক কৃষক।
এর আগে সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামে চার বছর বয়সী শিশু নাফিজা পানিতে ডুবে মারা গেছে। একইদিন বিকেলে নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চুড়ায় আমন ক্ষেত রোপন করতে গিয়ে মারা গেছে জিয়াউর রহমান নামে এক কলেজ ছাত্র। সকালে উপজেলার নিচপাড়া গ্রামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মোবারক হোসেন নামে এক কাঠমিস্ত্রি।