হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল ।
বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার নড়াইল ও বিলডোরা ইউনিয়নের পাঁচশত বন্যার্ত মানুষের মাঝে তিনি এ ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হিসাম বাক্কার, মোখলেসুর রহমান খান, যুবদল নেতা তরিকুল ইসলাম চঞ্চল, মতিউর রহমান, নাজমুল হুদা, ছাত্রদল নেতা ফয়সাল, আল আমিন, রেফাজ, লাভীন, হিরা, শামীম, নোমান, মাহমুদুল, তুষার, অলি, দেলোয়ার, রিপন প্রমুখ।
সালমান ওমর রুবেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা দূর্গত মানুষের পাশে আছি এবং থাকবো। পাশাপাশি এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
– মুহাম্মদ মাসুদ রানা