কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পায়রাবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য নির্মাণাধীন আবাসন কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজ গাজী (৪৩) নামে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসন কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাফেজ গাজী বরগুনা জেলার কদমতলার ইটবাড়িয়া গ্রামের আলী আহমেদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফেজ গাজী আবাসন কেন্দ্রে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় কোন ধরণের নিরাপত্তা সামগ্রী ছাড়া আবাসনের বিদ্যুতের লাইনের তার জোড়া দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
– রাসেল কবির মুরাদ