স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় অনন্ত একাডেমির দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৭) কে ধর্ষণের অভিযোগ মো. আশিক মিয়া (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার জালালপুর এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীর পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে রান্নার জন্য বাড়ির পাশের দোকানে শিশুর মা লাকড়ি কিনতে যান। এসময় আশিক মিয়া (১৩) ও সাঈদ মিয়া (১৩) নামে দুই কিশোর বসতঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। দর্ষণকালে শিশুটির মা ঘরে প্রবেশ করে আশিক মিয়াকে আটক করেন। তবে সাঈদ পালিয়ে যায়। পরে বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে থানা পুলিশ আশিককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।