স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র শেখ কামল এর ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এসব বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, যুবউন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, প্রচার সম্পাদক আ: রশিদ সরকার, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।