কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন পটুয়াখালী-৪, কলাপাড়-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম ব্যাপারী, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার প্রমুখ।
– রাসেল কবির মুরাদ