নালিতাবাড়ী (শেরপুর) : সদ্যপ্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দুইবারের ইউপি চেয়ারম্যান ও দুইবারের পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল স্মরণে শোক ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি হাসপাতালের পক্ষ থেকে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আব্দুল হালিম উকিলে পরিবারের সদস্যদের হাতে এ ক্রেস্ট তুলে দেন।
ক্রেস্ট প্রদানকালে আব্দুল হালিম উকিলের ছোট ভাই ও শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, ছেলে ইয়াসিন আরাফাত প্রান্তিক, কন্যা নৌরিন, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সাহা, রমজান আলী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার সাথে যুদ্ধ করে গত ৫ জুলাই দিবাগত রাত ১১.৪০ মিনিটের সময় ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল হালিম উকিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নালিতাবাড়ীর পৌরসভার টানা দুইবার চেয়ারম্যান মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তিনি প্রথমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি এবং সবশেষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।