কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় তিন বছর আগে কথিত বন্দুকযুদ্ধে একটি মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে দায়ের মামলা খারিজ হয়ে গেছে।
তবে এ ঘটনার অজ্ঞাত আসামিদের নামে পুলিশের দায়ের মামলাটি সিআইডির এএসপি পদ মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জৈষ্ঠ্য বিচারিক হাকিম মো. আব্বাস উদ্দিনের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. হামিদুল হক।