1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত-৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
যশোর :: যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
যশোর ডিএসবি পুলিশের ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে কিশোর উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে পূর্ব শত্রুতার জের ধরে পাভেল ও রবিউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কিশোররা বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা হল, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮)।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগেও কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার জেরে আজকের এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com