ঢাকা : বিগত সময়ে ব্যাপক প্রচারণা চালানোর পরও যারা অসচেতন হয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবে দায়ী থাকবে, তাদের জেল-জরিমানসহ কঠোর পদক্ষেপের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তবে নাগরিক সমজ বলছে, এটি প্রতিরোধে বছরব্যাপী কাজ করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।
রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশানের নগর ভবনে কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, কীটতত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, কীটতত্ববিদ ডা. সাইফুর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শওকত মঞ্জুর শান্ত প্রমুখ।
আবদুল হাই বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে যে প্রচারণা চালানো হয়েছে, তাতে মানুষ জানে কেন ডেঙ্গু হয়, কীভাবে প্রতিরোধ করতে হয়। তারপরও কেউ সচেতন না হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে। এখন থেকে প্রয়োজনে আইন প্রয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা হবে। ’
ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, ‘আমরা রিসোর্স বাড়িয়েছি। সার্বক্ষণিক কীটতত্ববিদদের পরামর্শ নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। কিউলেক্স মশা নির্মূলে গবেষণা করে হটস্পট চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়েছে। বাড়ি বাড়ি চিরুনি অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গুর কারণে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। ’
ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ‘গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশী ছিল, তা এবছর কমে যাবে বলে মনে করা ভুল হবে। এটি নিয়ন্ত্রণে আমাদের সারা বছর কাজ করতে হবে। এখন থেকে প্রস্তুত হতে হবে। সামাজিক সংগঠনগুলোকে মশা নিয়ন্ত্রণে আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে। ফোর্থ জেনারেশন লার্ভিসাইডিংয়ের মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করতে হবে।’
অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা বলেন, ডেঙ্গু মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি আধুনিক ও কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনার দিকে মনোযোগী হতে হবে।