মোহাম্মদ দুদু মল্লিক : শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ব্যক্তিগত অর্থায়নে প্রদানকৃত “বিশেষ উপহার” পাকা বাসগৃহ ও দোকানঘরের চাবি ভিক্ষুক নাজিম উদ্দিনের হাতে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেন।
হস্তান্তরকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবুসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিক্ষুক নাজিম উদ্দিন নিজের থাকার জন্য ঘর তৈরি করতে ভিক্ষাবৃত্তি করে সঞ্চয় করা ১০ হাজার টাকা অসহায় মানুষদের সাহায্যার্থে গত ২১ এপ্রিল ঝিনাইগাতীর ইউএনও’র করোনা তহবিলে দান করেন। ওই গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের দানের এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ভিক্ষুকের এমন মানবিকতা দেখে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ভিক্ষুক নাজিম উদ্দিনকে পাকা ঘর দেওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী নাজিম উদ্দিনের নিজ গ্রাম গান্ধীগাঁওয়ে তৈরি করা হয় পাকাঘর। পাঁচ শতাংশ জমির উপর নির্মিত এ ঘরে রয়েছে দু’টি কক্ষ, বাড়ির ওপরে রঙিন টিনের ছাউনি, দু’পাশে লোহার গ্রিল দিয়ে বারান্দা করা। রয়েছে বড় রান্নাঘর, গোসলখানা ও শৌচাগার। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য প্রদান করা হয়েছে একটি পাকা দোকানঘর।
ঘর হস্তান্তরকালে নাজিম উদ্দিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে থাকব। আশি বছর বয়সে প্রধানমন্ত্রী আমাকে পাকা বাড়ি করে দিয়েছেন। যতোদিন বেঁচে আছি প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তোলে দোয়া করব, আল্লাহ যেন তাঁকে দীর্ঘজীবি করেন ও সুস্থ রাখেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই ‘মানবতার মা’। তিনি প্রত্যন্ত অঞ্চলের একজন ভিক্ষুকের দান গ্রহণ করে ভিক্ষুককে ও দেশকে সম্মানিত করেছেন।