চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে মহানগরীর নিম্নাঞ্চলে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (১৭ আগস্ট) ভোর থেকেই কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। অব্যাহত বৃষ্টিপাতে নগরীতে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তর বলেছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ফরিদ আহাম্মদ জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে।
বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরসহ নদী ও সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর।
এদিকে অব্যাহত বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলের অনেক স্থানেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ। ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রাম মহানগরীর ১৭টি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম জাকারিয়া জানান, পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে গিয়ে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিয়েছেন।