বিনোদন প্রতিনিধি : প্রকাশ করা হলো সামাজিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিদান’র ট্রেইলার। ট্রেইলারেই দর্শক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে ‘প্রতিদান’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাজিদ ইসলাম। অনেকের মতেই চলচ্চিত্র টি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিবে। নববার্তা ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেয়া হয় ‘প্রতিদান’র ট্রেইলার। দর্শকদের মনে দাগ কেটেছে চলচ্চিত্রটির ট্রেইলার। সবার অপেক্ষা এখন মূল চলচ্চিত্রটি দেখার। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে নববার্তা ইউটিউব কর্তৃপক্ষের ঘোষনা মতে নতুন বছরের জানুয়ারির ১০ তারিখ প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিদান’।
রিয়েল তন্ময়ের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুমন খান সানি, আখি, মারুফ সরকার, খুশি, তুবা, মিলন, রফিকুল, তন্ময় সহ আরো অনেকে। হাসানের চিত্রগ্রহণে পূবাইলের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয়। রতনের রুপসজ্জায়, সার্বিক তত্ত্বাবধানে ও সম্পাদনায় ছিলেন এনায়েত হোসেন।
– মারুফ সরকার
নিচে ইউটিউবের লিঙ্ক : https://www.youtube.com/watch?v=lIdX_Nh0eoY