চট্টগ্রাম: দুই ভাইকে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহতদের বোন জিনাত সুলতানা শাহীন।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আইনি সহায়তায় এই মামলাটি দায়ের করেন বাদী।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আট লাখ টাকা চাঁদার দাবিতে বাদীর বিদেশ ফেরত ও পেয়ারা চাষি দুই ভাইকে চন্দনাইশ পুলিশের সহায়তায় বাসা থেকে ধরে নিয়ে যান টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও অন্যান্য পুলিশ সদস্যরা। এরপর টেকনাফ নিয়ে হত্যা করেন ওই দুই ভাইকে।
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।