বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে তার পরবর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ‘ইয়ং রেবেল’খ্যাত এই অভিনেতা।
সাহো’র পর প্রভাসের পরবর্তী সিনেমার নাম নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত জান নামে এর শুটিং শুরু করেছেন। কিন্তু এখন এই নামও পাল্টাতে হচ্ছে।
তামিল ভাষার নাইনটি সিক্স সিনেমার তেলেগু রিমেক তৈরি হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা আক্কিনেনি ও স্বরানন্দ। আজ মঙ্গলবার এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমার নাম রাখা হয়েছে জানু।
জানা গেছে, নামের ব্যাপারে ছাড় দিয়েছেন প্রভাস। জান অথবা জানু কোনোটিই আর ব্যবহার করবেন না। সিনেমার নাম পরিবর্তন করে অন্য কিছু রাখতে চাইছেন প্রভাস ও নির্মাতারা।
সামান্থা ও স্বরানন্দের সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু। অন্যদিকে প্রভাসের সিনেমার প্রযোজনায় রয়েছে ইউ ভি ক্রিয়েসন্স। জানু সিনেমাটি পরিচালনা করছেন সি প্রেম কুমার। নাইনটি সিক্স সিনেমাটিও তিনিই পরিচালনা করেন। তামিল ভাষার সিনেমাটিতে অভিনয় করেন বিজয় সেতুপাতি ও তৃষা কৃষ্ণান।