বরগুনা : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে মামলার বাদী দুলাল শরীফের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগহণ শুরু করেন আদালত।
বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান বাদীর সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে আদালত ১৪ কিশোর আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছে। প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে গত ১ জানুয়ারি চার্জগঠন করা হয়।
এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ। পূর্ণবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জটি দেয়া হয়। পূর্ণবয়স্ক ১০ আসামির মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নি ৭ নম্বর আসামি।
সাক্ষ্য দেওয়ার সময় দুলাল শরীফ ছেলে রিফাত শরীফ হত্যার বিবরণ দিতে গিয়ে এসলাসে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে জামিনে থাকা আসামি মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বাদীর আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, দুলাল শরীফ আদালতের কাছে তার ছেলে হত্যার বিবরণ দেন। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মিন্নির জামিন বাতিলের আবেদনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) সনজিব দাস বলেন, গত ৪ জানুয়ারি বিকেল ৪টার দিকে জামিনে থাকা আসামি আয়শা সিদ্দিকা মিন্নি মামলার ৬নং সাক্ষী জাকারিয়া বাবু ও ৭নং সাক্ষী হারুন মৃধার বাড়িতে পাঁচজন লোক নিয়ে হাজির হন। তারা হারুন ও বাবুকে সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতে বলেন এবং ‘সাক্ষ্য দিলে রিফাতের মতো পরিণতি হবে’ বলে হুমকি দেন।
আদালত মিন্নির জামিন বাতিলের আবেদন গ্রহণ করে আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সনজিব দাস।
মিন্নির জামিন বাতিল হতে পারে কিনা- এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ভুবন চন্দ্র দাস বলেন, ‘‘জামিনের শর্ত ভঙ্গ করা হয়েছে মনে করলে আদালত বাতিল করে তাকে (মিন্নি) ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন।’’
আয়শা সিদ্দিকা মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী এবং এ মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। পরে তার বিরুদ্ধে স্বামী হত্যার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে মামলায় ৭ নম্বর আসামি করা হয়েছে।
সাক্ষীকে হুমকি দেয়ার অভিযোগের বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম বলেন, ‘‘এটা হাস্যকর ও কাল্পনিক গল্পের মতো। আমরা আদালতের কাছে মিন্নির জামিনে থাকার বাস্তবতা তুলে ধরেছি। উচ্চ আদালতের নির্দেশনা মেনেই মিন্নি তার বাবার জিম্মায় বাড়িতে অবস্থান করছেন।’’
আজ সকালে এ মামলার ২১ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। জামিনে থাকা দুইজন আদালতে উপস্থিত হন। এক আসামি এখনো পলাতক।
আগামী ১৩ জানুয়ারি কিশোর ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।