চট্টগ্রাম: আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ শেষবারের মতো দেখতে হাটহাজারী মাদ্রাসায় মানুষের ঢল নেমেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স হাটহাজারী মাদ্রাসা মাঠে প্রবেশ করেছে। এই মাঠেই আল্লামা শফীকে শেষ দেখার জন্য রাখা হয়েছে। জোহরের নামাজের পর জানাজা শেষে আল্লামা শফীকে দাফন করা হবে।
মাত্র ১০ বছর বয়স থেকেই এই মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেছিলেন আল্লামা শফী। কওমি শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর দীর্ঘ ৩৪ বছর এই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ১০৩ বছর বয়স পর্যন্ত মাদ্রাসার হাল ধরে রাখা আল্লামা শফী ইন্তেকালের পর এবার শেষবারের মতো মাদ্রাসায় ফিরেছেন।
আল্লামা শফীর বড় ছেলে রাঙ্গুনিয়ার পাখিয়ার টিলা কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ মাদানী জানান, তার বাবার মরদেহ সকাল ৯টার দিকে হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছেছে। সেখানে তার হাজার হাজার ছাত্র, শিষ্য, ভক্তদের দেখার জন্য মরদেহ রাখা হয়েছে।
আল্লামা শফীকে একবার শেষ দেখা দেখার জন্য হাটহাজারী অভিমুখী মানুষের ঢল নেমেছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আল্লামা শফীর ভক্ত অনুরাগীরা হাটহাজারীতে আসছেন।