সাতক্ষীরা: ছয়দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে আসা শুরু করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুটি ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা থেকে ভোমরা স্থলবন্দরে আসে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম দিনে ২৫/২৬ ট্রাক পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে। আগামীকাল অবশিষ্ট পেঁয়াজ আসবে।