স্টাফ রিপোর্টার : ভিশন মিডিয়ার ব্যানারে আঞ্চলিক অনলাইন সংবাদপত্র হিসেবে ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’ ফেসবুক পেজে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ২৮ সেপ্টেম্বর। তবে ওয়েবসাইটে পুরোপুরি প্রকাশিত হবে ৩০ সেপ্টেম্বর বুধবার থেকে।
মনিরুল ইসলাম মনিরের প্রকাশনায় পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোক্তার হোসাইন মুক্তা। এছাড়াও স্টাফ রিপোর্টার হিসেবে মেহেদী হাসান সাকিব ও ফটো সাংবাদিক হিসেবে রয়েছেন আজিনুর রহমান।
এতে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতির প্রতিদিনের নিত্য-নৈমিত্তিক ঘটনা ছাড়াও সাহিত্য-সংস্কৃতি, খেলাধূলা, বিনোদন, কৃষি-ব্যবসা ইত্যাদি নিয়ে সংবাদ প্রকাশিত হবে।
এর আগে ২০১১ সালের মার্চে স্বাধীনতার চেতনায় জাতীয় সংবাদ মাধ্যম হিসেবে ‘নিউজ ভিশন বিডি ডটকম’ নামে ভিশন মিডিয়ার ব্যানারে প্রথম অনলাইন সংবাদপত্র যাত্রা শুরু করে। ২০১৩ সালের নভেম্বরে ‘বাংলার কাগজ’ নামে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির পর নাম পরিবর্তন করে ‘বাংলার কাগজ ডটনেট’ নামে পত্রিকাটি নতুনভাবে পাঠকের কাছে হাজির হয়। ২০১৪ সালের ৪ জানুয়ারি সরকার নিবন্ধিত পত্রিকা হিসেবে ভিশন মিডিয়া প্রিন্ট ভার্সনে প্রকাশ করে ‘সাপ্তাহিক বাংলার কাগজ’। এরপর ২০১৮ সালের ২৭ মার্চ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ বা ‘সি বাংলা টিভি’। দুই বছরের অধিক সময় পরীক্ষামূলক সম্প্রচারের পর বর্তমানে মিক্সড চ্যানেল হিসেবে চ্যানেলটির কার্যক্রম চলছে।