বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনের পর এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কাণ্ড নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে দীপিকার মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন আলিয়া।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া ভাট লিখেন, ‘যখন শিক্ষার্থীরা, শিক্ষকরা, শান্তিপূর্ণ সাধারণ মানুষরা হিংসার শিকার হচ্ছে, তখন সব কিছু ঠিক আছে তা ভান করে থাকার প্রয়োজন কী? লোকের চোখে আর কতদিন ধুলো দেয়া উচিত? আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে!’
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশ পরে হামলার ঘটনায় উত্তাল ভারত। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ঢুকে ওই হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ৩০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক আহত হয়েছেন।
ওই ঘটনার পর থেকে বলিউডের একাংশ সরব রয়েছে। জেএনইউ কাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ, সোনম কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, টুইঙ্কল খান্নার মতো সেলিব্রেটিরা। এমনকি গত মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত হয়েছিলেন দীপিকা।