নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য গোপাল চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে- নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সনীন্দ্র চন্দ্র বর্মণ, তপন কুমার দে, সাধারণ সম্পাদক যোগেন রায়, গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সহসভাপতি গনেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, ডা: শংকর কুমার পাল, উত্তম কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর পৌরসভা ও ইউনিয়ন মিলে মোট ৩৫টি মন্ডবে পূজা উদযাপন করা হবে।