নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে এক স্কুলছাত্রীকে রাস্তায় আটকে অভিনব কায়দায় টাকা আদায়ের চেষ্টা করেছে বখাটেরা। গত বৃহস্পতিবার উপজেলার উত্তর সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রী স্থানীয় বনকুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় তার মেয়ে প্রাইভেট পড়তে রওয়ানা হয়। পথিমধ্যে বনকুড়া বাজারে একদল বখাটে তাকে আটকাতে চেষ্টা করলে সে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে ধরে এনে মোটা অংকের টাকা দাবি করে বখাটেরা। অন্যথায় বিবাহিত এক বখাটের সাথে জোড়পূর্বক তাকে বিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। পরে স্থানীয় দুই যুবক মেয়েটিকে বাড়ি পৌছে দেয়। এ সময় তারা খরচের টাকা দাবি করে পরিবারটিকে হুমকি প্রদান করে।
এদিকে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পরদিন শুক্রবার সকালে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়রা জানায়, ওই গ্রামের জাহেদুল ইসলাম নামে ২ সন্তানের জনক এলাকায় বিভিন্ন অসামাজিক ঘটনা ঘটাচ্ছে। তার সাথে রয়েছে আরো কয়েকজন। নেশার সাথেও জড়িত জাহেদুল ও তার সহযোগিরা। এ ঘটনা জাহেদুল ও তার সহযোগিরা ঘটিয়েছে বলে জানান এলাকাবাসী। এসময় জাহেদুলকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার দাবি করেন এলাকাবাসী। বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মণ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।